• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোটচাঁদপুরে ২ শতাধিক জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে প্রায় ২ শতাধিক জামায়াতে ইসলামী কর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুরের সাফদারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২০০ শতাধিক জামাতের কর্মী ও সমর্থকরা কোটচাঁদপুর-মহেশপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এসময় নতুন যোগদানকারীদের স্বাগত জানান বিএনপি নেতা মেহেদী হাসান রনি। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, তাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন মানুষ।”

এই বিষয়ে স্থানীয় জামাতের নেতারা বলছেন, জামাত থেকে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি সত্য নয়। যোগদান করেছেন তার আগে কেউ আওয়ামী লীগ করতো আবার কেউ বিএনপি রাজনীতিতেও জড়িত ছিল। এটি একটি উদ্দেশ্য প্রমাণিত ঘটনা।

জামায়াত থেকে বিএনপিতে যোগদান করা এক ব্যাক্তি জানান, তারা ৪০ বছরে জামাতের রাজনীতি করেছে। হামলা মামলার শিকার হয়েছে। এখন মেহেদী হাসান রনির হাত ধরে বাকি জীবন বিএনপি করতে চাই। আমি ও আমাদের সমাজের সকল লোকজন আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জামাত থেকে বিএনপিতে যোগদান করলাম।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ - আসনে বিএনপির মনোনিত প্রার্থী মেহেদী হাসান রনি ও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
শরীয়তপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা
শরীয়তপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা