• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাময়িক বরখাস্ত হলেন সেই নাজমুল

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সেই নাজমুল করিম খান। ছবি-সংগৃহীত

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুই মাস আগে প্রত্যাহার করা হয় তাকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়—গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দফতরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে জিএমপি কমিশনার থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন
মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা চলছে
৪ দফা দাবি ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা চলছে
গ্যাসের তীব্র সংকট, বিপাকে রাজধানীবাসী
গ্যাসের তীব্র সংকট, বিপাকে রাজধানীবাসী