জামায়াতকে আবদুস সালাম
‘খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন’

ফেনীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জামায়াতের উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করা।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

আবদুস সালাম বলেন, ‘খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার আমলে অনেকেই ব্যবসা-বাণিজ্য করে ব্যাংকের মালিক হয়েছেন। এখন সেই নেত্রীর আসনে প্রার্থী দেওয়া লজ্জার বিষয়। খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে প্রার্থীতা প্রত্যাহার করুন। আমরা নির্বাচনে ভয় পাই না, কারণ আপনাদের জামানত থাকবে না।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দুঃসময়ে সবার পাশে ছিলেন। তার আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং প্রার্থীতা প্রত্যাহার করবে। নির্বাচনের দিন সবাই কর্মী হয়ে কাজ করবেন আমাদের নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও স্থানীয় নেতারা।
ভিওডি বাংলা/ এমএম




