ইবিতে গ্রীন ভয়েসের নবীনবরণ অনুষ্ঠিত

পরিবেশবাদী সামাজিক সংগঠন গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের কলম, ফুল ও গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীনবরণকে কেন্দ্র করে নবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন-এর সভাপতিত্বে এবং মো: নাসিম আলী ও অদিতি সরকার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো: আনিসুল কবীর ও গ্রীন ভয়েস ইবি সাবেক সভাপতি এস এম সুইট।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির।
অনুষ্ঠানে এক নবীন সদস্য তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্য গ্রীন ভয়েস একটু ব্যতিক্রমী সংগঠন। এটির সাথে পরিবেশ, দেশ ও জাতির সম্পর্ক আছে। এই সংগঠন আমাদের প্রকৃতি গঠনে সহয়তা করবে যার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠবে। আমরা এর মাধ্যমে প্রকৃতি রক্ষায় অবদান রাখতে পারবো, পাশাপাশি আমাদের লিডারশীপ ও কমিউনিকেশন স্কিল বাড়াতে সহায়তা করবে। সে জন্য গ্রীন ভয়েসে যুক্ত হতে পেরে আমি অত্যান্ত খুশি।'
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক মো: আনিসুল কবীর বলেন, 'আমাদের সকলের দায়িত্ব আমাদের বসতবাড়ির আশেপাশে পরিকল্পনামাফিক গাছ লাগানো। দেশকে ভালো রাখতে হলে আমাদের পরিবেশকে আগে ঠিক রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত পরিবেশকে ঠিক রাখা। মাটি, পানি বায়ু দূষণ রোধ করতে হবে। আমরা যদি ২০৩০ সালের মধ্যে আমাদের পরিবেশকে পরিবর্তন না করতে পারি তাহলে পরবর্তীতে হয়তো আর সম্ভব নয়।
নিজেদের ভালো রাখতে হলে পরিবেশনকে ঠিক রাখতে হবে। পরিকল্পনামাফিক গাছ লাগাতে হবে এবং একই সাথে দূষণ কমাতে হবে। গবেষণা ক্ষেত্রে পর্যাপ্ত বাজেট বাড়াতে হবে এবং পরিবেশকে রক্ষায় কাজ করতে হবে।
সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, 'আজকের এই দিনটি গ্রীন ভয়েস পরিবারের জন্য একটি আনন্দঘন দিন। আমরা আজ নতুন কিছু মুখ, নতুন কিছু উদ্যম, নতুন কিছু স্বপ্নকে আমাদের সঙ্গে যুক্ত করছি। নবীনদের আগমনে আমাদের পরিবার আরও বড়, আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।'
তিনি আরও বলেন, 'নবীন সদস্যরা তাদের মেধা, উদ্যম ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আমরা আশা করি, নবীনরা শুধু সংগঠনের সদস্য নয়, বরং প্রকৃতি ও মানবতার সেবায় একনিষ্ঠ সৈনিক হয়ে উঠবে।'
ভিওডি বাংলা/ এমএইচ






