সৈয়দপুরে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর-২০২৪-২০২৫ অর্থ বছরে পৌরসভা পর্যায়ে বাস্তবায়নাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির অবহিতকরণ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সৈয়দপুর পৌরসভার সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীদের নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি’র প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকির সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুনাহার শাহাজাদী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মেহদি ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমএম আলী রেজা রাজু, কৃষি কর্মকর্তা ধীমান ভুষন, সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানসহ, পৌর কমিটির সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুনাহার শাহাজাদী জানান, গর্ভবর্তী মায়ের গর্ভকালীন চার মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৩বছর বয়স পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ


