• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত

ক্রীড়া প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
সিলেটে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজ সামনে রেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তখন জানিয়েছিলেন, শুধুই ব্যাটার হিসেবে খেলতে চান তিনি। কিন্তু সেই সিরিজে মাঠে নামার সুযোগই পাননি বাঁহাতি এই ব্যাটার।

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও তাকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রশ্ন উঠেছে—যে দায়িত্ব তিনি নিজেই ছেড়েছিলেন, সেটি আবার কেন নিলেন?

আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, দেশের স্বার্থই ছিল তার সিদ্ধান্ত বদলের মূল কারণ।

শান্ত বলেন, ‘যেভাবে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাতে সবার সঙ্গে সুন্দর এক আলাপ হয়েছে। একটা সময় মনে হয়েছে—আমি নাজমুল হোসেন ব্যক্তি হিসেবে যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে বাংলাদেশ ক্রিকেট অনেক বড়। দলের প্রয়োজনকেই আমি প্রাধান্য দিয়েছি।’

তিনি আরও জানান, দায়িত্বে ফেরার আগে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের পরামর্শও নিয়েছেন।

‘সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন। তারা যখন কোনো পরামর্শ দেন, সেটা দল ও আমার ভালোর জন্যই। আমি তাদের পরামর্শকে সম্মান জানিয়েছি। এক কথায় বললে, ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখাই উচিত—তাই সিদ্ধান্ত বদলেছি।’

দায়িত্ব না থাকা সময়টাও উপভোগ করেছেন শান্ত। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘মাঝের সময়টা (প্রায় ১২৬ দিন) খুব রিল্যাক্সিং ছিল। উপভোগ করেছি, ভালো সময় কেটেছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়ান আরচারি সভাপতি  নির্বাচিত বাংলাদেশের চপল
এশিয়ান আরচারি সভাপতি নির্বাচিত বাংলাদেশের চপল
শামির কাছে মাসে ১০ লাখ চান সাবেক স্ত্রী
শামির কাছে মাসে ১০ লাখ চান সাবেক স্ত্রী
কুয়েতের পর আরব আমিরাতের কাছে বিধ্বস্ত ভারত
কুয়েতের পর আরব আমিরাতের কাছে বিধ্বস্ত ভারত