যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪১

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা উপত্যকার জেইতুন এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে তারা। খবর তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ–পূর্ব জেইতুন এলাকায় বাড়িঘর ধ্বংস করছে এবং পূর্বাঞ্চলে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে। হামলার সময় শহরের পশ্চিমাংশের আকাশে বিভিন্ন ধরনের ড্রোন টহল দিতে দেখা গেছে।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের উত্তর ও পূর্ব অঞ্চলে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে। পাশাপাশি শহরের উত্তর–পূর্বের জান্না এলাকায় একাধিক কামানের গোলা নিক্ষেপ করেছে সেনারা।
অধিকাংশ ধ্বংসযজ্ঞ ঘটছে ‘হলুদ রেখা’র ওপারে—যে এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। এই রেখাটি হলো সেই সীমান্ত, যেখান থেকে ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করেছিল। এটি এখন কার্যত গাজাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে, আহত হয়েছেন আরও ৬১৯ জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৫২৮টি মরদেহ।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৭৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৯০ জন আহত হয়েছেন।
ভিওডি বাংলা/ আরিফ






