ক্যাম্প ন্যুতে মেসির গোপন সফর

বার্সেলোনা আর লিওনেল মেসি—এই সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো; শেষ হইয়াও যেন হইল না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন আরও দুটি ক্লাবে। প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) ছেড়ে এখন তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির খেলোয়াড়। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় দিন গোনেন বার্সা সমর্থকেরা।
বার্সেলোনা ছাড়ার পর থেকেই মেসির ‘বাড়ি ফেরা’ নিয়ে গুঞ্জন থামেনি। নিজেও বারবার জানিয়েছেন, পুরনো ঠিকানায় ফিরতে চান—হোক সেটা খেলোয়াড় হিসেবে বা অন্য কোনো ভূমিকায়। সম্প্রতি সেই জল্পনা আবারও উসকে দিয়েছেন তিনি।
ক্যাম্প ন্যুতে গোপন সফর ও আবেগঘন বার্তা
ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হয়েছে সম্প্রতি। ২০২১ সালে বার্সা ছাড়ার পর এই মাঠে আর পা পড়েনি মেসির। কিন্তু কয়েকদিন আগে গোপনে সংস্কার হওয়া ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন এক আবেগময় বার্তা—
“গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম। সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছিলেন যে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো—শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি...”
এর সঙ্গে দিয়েছেন নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুর কিছু ছবি ও ভিডিও। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, উচ্ছ্বাসে ভেসে যায় কাতালান সমর্থকেরা।
বিদায় থেকে ইন্টার মায়ামি পর্যন্ত পথচলা
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্কের অবসান ঘটে মেসির। চোখ ভেজানো বিদায়ের পর তিনি যোগ দেন পিএসজিতে। নেইমার ও এমবাপের সঙ্গে শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি।
শেষ পর্যন্ত ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।
মেজর লিগ সকারে যোগ দেওয়ার পরও সাফল্যের ধারা থামেনি। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তার ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক।
এর মধ্যেই অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।
ফেরার ইঙ্গিত ও বার্সার পরিকল্পনা
মেসির ক্যাম্প ন্যু সফরের পর গুঞ্জন উঠেছে—তিনি হয়তো একদিন বার্সায় ফিরবেন, প্রশাসনিক বা প্রতীকী কোনো ভূমিকায়।
ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস বলেছেন,
“মেসি যেমনভাবে বার্সেলোনাকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।”
অন্যদিকে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্যাম্প ন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ।
তার ভাষায়, “আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।”
তবে বাস্তবে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার জার্সি গায়ে মেসির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করেছেন চুক্তি—যা তাকে নিয়ে যাবে চল্লিশের কোঠায়।
শেষ কথা
সম্ভবত মেসি আর মাঠে বার্সেলোনার জার্সি পরে ফিরবেন না। তবু তার প্রতিটি কথায়, প্রতিটি স্মৃতিতে যেন বাজে কাতালান হৃদয়ের সুর— শেষ হয়নি কিছুই, শুধু বদলে গেছে সম্পর্কের রূপ।
ভিওডি বাংলা/ আরিফ






