দিল্লিতে
ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের চার রাজ্যে উচ্চ সতর্কতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইসহ উত্তরপ্রদেশ, জয়পুর ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের পর সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন।
এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, দরজাসহ উড়ে গেছে কয়েক মিটার দূর পর্যন্ত।
মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা প্রতিদিনই হাজার হাজার পর্যটকে মুখর থাকে। বিস্ফোরণের সময়ও সেখানে ছিল ব্যাপক ভিড়, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।
দিল্লি পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর আশপাশের আরও কয়েকটি গাড়ি ও দোকানে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে সরকারি সূত্র।
এ ঘটনায় লাল কেল্লা মেট্রো স্টেশন ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে এটি গাড়িবোমা বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/ আরিফ






