জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার বিকল্প নেই। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জ্ঞানকে কাজে লাগাতে না পারলে জাতীয় উন্নয়ন টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১০ নভেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দক্ষ জনশক্তি—দেশগঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু।
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে, যাতে কর্মের জন্য কাউকে ঢাকা বা চট্টগ্রামে আসতে না হয়।’
এক বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘এর জন্য আইটি সেক্টর, কলসেন্টার, নার্সিং ও কুটিরশিল্প আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এসব ক্ষেত্রে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে, যাতে তাদের তৈরি পণ্যের ব্র্যান্ডিং সম্ভব হয়।’
সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের ভোগান্তি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,‘সেবার জন্য সরকারি দপ্তরে ধরনা দেওয়া মানেই হয়রানি ও দুর্নীতি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, এতে সময় ও অর্থ দুটোরই অপচয় কমবে।’
আমির খসরু আরও বলেন, ‘ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে হবে। জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া বিএনপির মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না; বরং জাতীয় বাজেটের ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।’
সভায় আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।
ভিওডি বাংলা/ আরিফ
