• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জিয়ার আদর্শে বিশ্বাসীদের দলে নেবো’ : হাসনাত

চাঁদপুর প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.
চাঁদপুর জেলা সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের আমাদের দলে নেবো। কারণ বিএনপি এখন জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যে মানুষ জিয়ার আদর্শে বিশ্বাস করে, তার হাতে চাঁদা উঠতে পারে না।’

সোমবার (১০ নভেম্বর) চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে ‘হাইজ্যাক হওয়া দল’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে দখল করে নিয়েছে। অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা এখনও বিক্রি হয়ে যাননি, চাঁদাবাজিতে জড়িত নন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইনশাআল্লাহ, আমরা তাদের আমাদের দলে নেবো।’

আগামী নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশ নেবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সংস্কারপন্থি, দেশপ্রেমিক ও সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী মানুষদের সঙ্গে ঐক্য গড়বো। আমরা কোনো গুন্ডাপান্ডা নিয়ে সংসদে যাবো না। এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলামের নেতৃত্বেই সেই সরকার হবে।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সংগঠক আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মাহবুব আলম ও কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।

এ সময় কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
নির্বাচন পিছিয়ে গেলে দায় বিএনপি-জামায়াতের- নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচন পিছিয়ে গেলে দায় বিএনপি-জামায়াতের- নাসীরুদ্দীন পাটওয়ারী
নৌকার ভোট পেতে দুই দল বেলাল্লাপনা করছে: সারোয়ার তুষার
নৌকার ভোট পেতে দুই দল বেলাল্লাপনা করছে: সারোয়ার তুষার