ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, নিহত চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চালক জুলহাস (৪০) নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভালুকজান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাতে ভালুকজান এলাকায় পার্কিং করা ছিল। বাসে চালক ছাড়া আরও এক নারী ও তার সন্তান ভোরের অপেক্ষায় অবস্থান করছিলেন।
এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে বাসে থাকা মা–ছেলে জানালা ভেঙে পালিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। তবে চালক জুলহাস দ্রুত বের হতে না পারায় ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/জা




