• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।
 
পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এছাড়া ১৩ নভেম্বর হরতালও ডাকা হয়েছে।

এই পরিস্থিতির জেরে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ
মাইলস্টোন ট্রাজেডি ৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ