• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহী উপশহরের ড্রেনেজ বেহাল দশা দূষণ ও দুর্ভোগে এলাকাবাসী

রাজশাহী ব্যুরো    ১১ নভেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী মহানগরীতে বসবাসকারী যে কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে, কোথায় থাকতে পছন্দ করবেন? বেশিরভাগ মানুষের কাছ থেকে উত্তর আসে উপশহর। যাতাযাত, শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যসব সুুযোগ সুবিধা হাতের কাছে থাকায় বসবাসের মানুষ এ আবাসিককে রাখে পছন্দের এক নম্বরে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার দিক থেকে এ আবাসিকের অবস্থা এখন বেহাল। অনেক আগের তৈরি করা ড্রেনগুলোর বেশির ভাগের মুখ বন্ধ হয়ে গেছে। কোথাও ড্রেনের উপরেই বেড়ে উঠেছে বড় বড় গাছ। সুূয়ারেজ লাইনও নেই অনেক বাড়ির। বেশির ভাগ বাড়ির বর্জ্য সরাসরি পড়ে খোলা ড্রেনে। যা পরিবেশ দূষণ করে। এমন অবস্থা চলছে দীর্ঘদিন থেকেই।

রাজশাহী শহরের উপশহর পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং প্রথম শ্রেণির আবাসিক এলাকা হিসেবে সবার কাছে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সেই সুনাম ম্লান হতে যাচ্ছে। বিশেষ করে উপশহর ০১নং সেক্টরে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য।

এই আবাসিক এলাকার প্রতিটি বাড়ির পেছনে ড্রেন থাকলেও, বছরের পর বছর সংস্কারের অভাবে সেগুলো এখন অকেজো হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, উঠান, এমনকি ঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে মশার উপদ্রব, দুর্গন্ধ ও পরিবেশদূষণ। যা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

বাসিন্দারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন, কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি। রাস্তা উঁচু করার কাজ নিয়মিতভাবে চললেও, ড্রেনগুলো গভীর করা বা সংস্কার করার কাজের প্রতি অবহেলা এখন বড় ধরনের সংকটে রূপ নিয়েছে। এর ফলে বাড়িগুলো ক্রমে নিচু হয়ে পড়ছে, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রতিবার বৃষ্টির পর ঘরবাড়ি প্লাবিত হচ্ছে।

উপশহের বসবাসকারীদের কয়েকজন আক্ষেপ করে জানান, রাজশাহীর মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শহরে এমন পরিস্থিতি নিঃসন্দেহে দুঃখজনক। উন্নয়নের পরিকল্পনা কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমেই তার সার্থকতা প্রমাণিত হয়। অথচ উপশহর ১নং সেক্টরের মানুষ আজও সেই “উন্নয়ন” নামক আশ্বাসের বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছে।

উপশহর ০১নং সেক্টরের বাসিন্দা আলী আজগর বলেন, সামান্য বৃষ্টিতেই বেশির ভাগ বাড়িতে পানি ঢুকে পড়ে। বর্ষার সময়টা অনেকেই অস্বস্তিতে পার করেন। আমরা এমন পরিস্থিতি থেকে মুক্তি চাই।

এলাকার আরো কয়েকজন জানান, প্রধান সড়কের ড্রেন উচু করা হচ্ছে। বাড়ির পেছনের ড্রেনগুলো কোন ধরনের সংঙ্কার করা হয়নি। আগামীতে এ নিয়ে জন দুর্ভোগ আরো বাড়বে।

উপশহর ০১নং সেক্টরের বাসিন্দা সমাজসেবক শেখ আবু জাফর টুটু জানান, আমরা রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক, প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট দপ্তরের নিকট আন্তরিক আহ্বান জানাই। উপশহর ১নং সেক্টরের এই দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

তিনি আরো বলেন, এটি শুধু একটি সেক্টরের সমস্যা নয়, বরং রাজশাহীর নগর পরিকল্পনা ও নাগরিক জীবনের বাস্তব চিত্রের প্রতিফলন। এই সমস্যা সমাধানের মাধ্যমে শুধু উপশহরের বাসিন্দারাই উপকৃত হবেন না, বরং এটি হবে দায়িত্বশীল ও জনবান্ধব নগর পরিচালনার এক ইতিবাচক দৃষ্টান্ত।
এলাকাবাসী বিনয়ের সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ১১ই নভেম্বর ঐতিহাসিক নওগাঁ দিবস
আজ ১১ই নভেম্বর ঐতিহাসিক নওগাঁ দিবস
ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীকে ফুলেল অভ্যর্থনা
ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীকে ফুলেল অভ্যর্থনা
কুমারখালীতে চুরির অপবাদে দুই কিশোরকে রাতভর মারধর
কুমারখালীতে চুরির অপবাদে দুই কিশোরকে রাতভর মারধর