উড়ে এছে জুড়ে বসা যাবেনা : মনিরুল ইসলাম

তারেক রহমানের ডাকে চিকিৎসারত স্ত্রীকে চেন্নাই ফেলে চলে এসেছিলাম,আমার স্ত্রীর গর্ভপাত হয়ে যায়,আমি আর বাবা হতে পারিনি- জেলা বিএনপি সেক্রেটারী মনিরুলের আক্ষেপ।
নড়াইল-২ আসনে বিএনপি সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পাবেন এমন আশংকা বিরাজ করছে বিএনপি নেতা-কর্মীদের মনে।
শেষ মুহুর্তে জেলা বিএনপি সেক্রেটারী মনিরুল ইসলামের ডাকে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে মনিরুল বলেন,আমি নিঃসন্তান,৩৯ বছর ধরে রাজনীতি মকরছি,শেষ সময়ে একটাই আশা মনোনয়ন পাবো। সারাজীবন আমরা দলের জন্য জেল খাটলাম আর মনোনয়ন পাবে উড়ে এসে জুড়ে বসা লোক,যার কোন দল নাই-মার্কা ও নাই। এটা নড়াইল-২ আসনের জনগন মেনে নেবে না।
সোমবার(১০নভেম্বর) বিকালে নড়াইল-ঢাকা বাইপাসের মালিবাগ মোড়ে সড়কজুড়ে বিএনপির একাংশ এই জনসমাবেশের আয়োজন করে।
ভিওডি বাংলা/ এমএইচ







