কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে মজুত সার ও মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া -৪৭ বিজিবি ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মজুত রাখা সার এবং মাদকদ্রব্য আটক করা হয়েছে। এই সময় দুই জন কে জরিমানা করা হয়।
(১০ নভেম্বর) মিরপুর উপজেলাধীন আমলা বাজার নামক স্থানে এক গোডাউনে অভিযান চালিয়ে মজুত রাখা সার উদ্ধার করা হয়।
বিজিবি'র তথ্য মতে জানা যায়, আমলা বাজারে এক গোডাউনে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার সার মজুদ থাকার তথ্য পাওয়া বিজিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া - ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের, দিকনির্দেশনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, এই সময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার, বিজিডিও সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
উদ্ধারকৃত সার কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য বাজারমূল্যে বিক্রি করা হয়।
মিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ সরকারের সার ব্যবস্থাপনা আইন ২০১৮ এর ৮ এর ‘ক’ ধারা অনুযায়ী সারের মালিক (১) মোঃ রিংকু কে এক লাখ টাকা এবং মোঃ আশরাফ হোসেন কে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে বিজিবি'র অভিযানে কুষ্টিয়া বাইপাশ লালন চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







