• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পল্টনে সমমনা ৮ দলের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। স্লোগান, ব্যানার এবং পতাকায় পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

আরও পড়ুন:  ৫ দফা দাবিতে পল্টনে ৮ দলের সমাবেশ দুপুরে

দুপুরের আগে থেকেই জনস্রোতে ভরে ওঠে পল্টন এলাকা। মিছিল-স্লোগান মুখর পুরো এলাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে। যেমন: ‘জুলাই সনদ বাস্তবায়ন কর’, ‘গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তৃতা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো: সালাহউদ্দিন
সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো: সালাহউদ্দিন
সনদের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে দায় সরকারের : বিএনপি
সনদের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে দায় সরকারের : বিএনপি
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ জঙ্গি সংগঠন
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ জঙ্গি সংগঠন