সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্ক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি চক্র সীমান্তপথে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার প্রভাব মোকাবেলায় সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ৩৩ বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি–এর নির্দেশনায় ভোমরা, কলারোয়া ও আশপাশের সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। ভোমরা স্থলবন্দরে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা, স্থানীয় প্রশাসন ও আনসার সদস্যদের সহযোগিতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।
৩৩ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনীতি সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করে জাল টাকার প্রবেশ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ







