ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ টন কাগজ কিনছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য কাপ্তাই, চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) থেকে ৯১৪ দশমিক ৯ টন কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। এই কাগজের বাজারমূল্য প্রায় ১১ দশমিক ১১ কোটি টাকা।
কেপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১৭৮ দশমিক ৯ টন কাগজ ইসিকে সরবরাহ করা হয়েছে। বাকি ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ সম্পন্ন করা হবে।
কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইসি সবুজ, গোলাপি, অ্যাজুরলেইড রঙের কাগজ ও বাদামি সালফেট কাগজ মিলিয়ে ৯১৪ দশমিক ৯ টনের অর্ডার দিয়েছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে কেপিএমের উৎপাদন লক্ষ্যমাত্রা ৩,৫০০ টন, যার আনুমানিক বাজারমূল্য ৪০-৪৫ কোটি টাকা। গত ৯ অক্টোবর পর্যন্ত উৎপাদন হয়েছে ১,০৯৩ টন।
এ ছাড়া বাংলাদেশ স্টেশনারি অফিস, বিভিন্ন বোর্ড-বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২,৮৯৪ টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কেপিএম, যার মূল্য প্রায় ৩৭ দশমিক ৩৩ কোটি টাকা। ৮ নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৯২৩ টন কাগজ।
উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর শিল্পাঞ্চল ও ৪৩১ একর আবাসিক এলাকা নিয়ে কর্ণফুলী পেপার মিলস যাত্রা শুরু করে, যা উপ-মহাদেশের অন্যতম বৃহত্তম কাগজ উৎপাদন কারখানা।
ভিওডি বাংলা/জা






