• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কারের পক্ষে ঐক্যের আহ্বান হাসনাতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
নারায়ণগঞ্জ শহরে জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা ঐক্যবদ্ধ হতে চায়, তাদের সঙ্গে এনসিপি জোট গঠন করতে প্রস্তুত। তবে যারা সংস্কারের বিপক্ষে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে— তাদের সঙ্গে কোনো নির্বাচনি জোট বা ঐক্য সম্ভব নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় দলটির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের সামগ্রিক স্বার্থে এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছে। সংস্কারের পক্ষে ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে আমরা আগেও ছাড় দিয়েছি, ভবিষ্যতেও তা দিতে প্রস্তুত। যারা এই ঐকমত্যে আসতে চায়, তাদের আমরা স্বাগত জানাবো।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কিছু পেইড বুদ্ধিজীবী টকশোতে তাদের পক্ষে বৈধতা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সাম্প্রতিক কার্যক্রমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে নয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেটই জনতার ম্যান্ডেট। তাই এখন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চল সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ অন্যান্য নেতাকর্মী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্টনে সমমনা ৮ দলের সমাবেশ শুরু
পল্টনে সমমনা ৮ দলের সমাবেশ শুরু
সনদের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে দায় সরকারের : বিএনপি
সনদের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে দায় সরকারের : বিএনপি
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ জঙ্গি সংগঠন
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ জঙ্গি সংগঠন