ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা মৌজায় মো. আমির উদ্দিনের বাড়িতে আগুনে পুড়ে যাওয়া পরিবারটির পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নীচে দিনাতিপাত করছিল।
খবর পেয়ে সোমবার(১০ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, কম্বলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, হিলফুল ফুজুল-শান্তি সংঘের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী আরিফ হাসান, ইউপি সদস্য লিটন সরকার, এবং বিডি ক্লিন রাজারহাট উপজেলা প্রধান সমন্বয়ক ওয়াদুদ রোহান প্রমুখ।
গত ৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা মৌজায় মো. আমির উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ওই পরিবারের ৩ টি ঘরসহ আসাবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীদের সহযোগীাতায় রাজারহাট ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ভিওডি বাংলা/ এমএইচ







