• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন কি?

স্পোর্টস ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
মুস্তাফিজুর রহমান-ছবি সংগৃহীত

সর্বশেষ আইপিএলের মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। তবে শেষ দিকে মাত্র তিনটি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যদি দল প্লে-অফে যেত, ম্যাচসংখ্যা আরও বাড়তে পারত।

ব্যক্তিগত পারফরম্যান্সে মুস্তাফিজ সন্তোষজনক ছিলেন-তিন ম্যাচে চার উইকেট, যার মধ্যে একটি ম্যাচে তিন উইকেট। এখনই শুরু হয়েছে আগামী মৌসুমের স্কোয়াড সাজানোর প্রস্তুতি।

ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, ১৫ নভেম্বরের মধ্যে ১০টি আইপিএল দলকে জানাতে হবে তারা কোন খেলোয়াড়কে ধরে রাখবে ও কোনকে ছাড়বে। দিল্লি মুস্তাফিজকে বদলি হিসেবে ধরে রাখার সুযোগ নেই, তবে মিনি নিলামে চাইলে তাকে আবার দলে নেওয়া যেতে পারে।

দিল্লি ক্যাপিটালসের গত আইপিএল মৌসুম শুরু হয়েছিল আশাব্যঞ্জক-প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়। তবে শেষ সাত ম্যাচে জয় এসেছে মাত্র দুটি। ফলে তারা পঞ্চম স্থানে মৌসুম শেষ করেছে।

ডিসেম্বরের মিনি নিলামে দল পুনর্গঠন করতে চাইছে, নির্ভরযোগ্য খেলোয়াড়দের ধরে রেখে পারফরম্যান্সে হতাশ করা খেলোয়াড়দের বিদায় দিতে প্রস্তুত। সম্ভাব্য ছাড়পত্রপ্রাপ্ত ক্রিকেটাররা হলেন: করুণ নায়ার, দুশমন্থ চামিরা, ডোনোভান ফেরেইরা ও মোহিত শর্মা।

বর্তমান স্কোয়াড:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), সেদিকুল্লাহ আটাল, করুণ নায়ার, সামির রিজভী, ট্রিস্টান স্টাবস (উইকেটকিপার), আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার, কেএল রাহুল, মানভন্ত কুমার এল, ত্রিপুরণা বিজয়, অজয় জাদব মণ্ডল, দর্শন নালকান্দে, অভিষেক পোরেল, মাধব তিওয়ারি, দুশমন্থ চামিরা, অক্ষর প্যাটেল, টি নটরাজন, ডোনোভান ফেরেইরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত
ছয় মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের সব টিকিট
ছয় মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের সব টিকিট
যৌন হয়রানির অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি
যৌন হয়রানির অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি