• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পি.এম.
রিয়াজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা। গতকাল (সোমবার) দুপুর ২টা থেকে তিনি এ অনশন শুরু করেন।

অনশনকারী ওই নেতা রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। তিনি পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত।

বর্তমানে রিয়াজুল ইসলাম পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ.) মাজার শরীফের সামনে অনশন অবস্থান করছেন। সেখানে গিয়ে দেখা যায়, তাকে দেখতে উৎসুক সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।

অনশনস্থলে রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। আমি চাই, এই আসনে কোনো জোট নয় — বিএনপির নিজস্ব প্রার্থী ঘোষণা করা হোক।”

তিনি আরও জানান, “রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি আমার আমরণ অনশন চালিয়ে যাব।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রিয়াজুল ইসলামের এ অনশন আলোচনা তৈরি করেছে। 


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা
কিশোরগঞ্জে চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা
কেন্দুয়ায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
কেন্দুয়ায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ