• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিচারক-আইনজীবীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

আদালত প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.

দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় বিচারক এবং আইনজীবীদের জন্য কালো গাউনসহ বিধি মোতাবেক পোশাক পরা আবারও বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের পোশাক সংক্রান্ত গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।

নতুন নির্দেশনায় সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এখন থেকে সিভিল রুলস অ্যান্ড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস-এর বিধান যথাযথ অনুসরণ করে আইনজীবী ও বিচারকদের পোশাক পরতে হবে। এই নির্দেশনা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
লতিফ সিদ্দিকীকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বহাল
লতিফ সিদ্দিকীকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বহাল
হাবিবসহ পাঁচজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
হাবিবসহ পাঁচজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ