কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, এ্যাডভোকেট শরীফুল ইসলাম, ও এ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নবনির্বাচিত জেলা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা আরও জোরদার করতে হবে। তারা সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







