চূড়ান্ত মনোনয়ন নিয়ে আশাবাদী: দুলাল

নেত্রকোণা জেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলেছেন, আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনারা আছেন বলেই চূড়ান্ত মনোনয়নে সুসংবাদ পাবেন।
মঙ্গলবার (১১ নভেম্ব ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপির আয়োজিত বৃহৎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মনোনয়ন বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আপিল করব। তিনি যেন মাঠের বাস্তব অবস্থা বিবেচনা করেন, সর্বস্তরের জনগণের অভিমত শুনেন ও জানেন।
সমাবেশ শেষে দেলোয়ার হোসেন ভূঞা দুলালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া খেলার মাঠে গিয়ে শেষ হয়।
দেলোয়ার হোসেন ভূঞা দুলাল আরও বলেন, বিগত সময়ে রাজনীতি করতে গিয়ে আমি জেল খেটেছি, ফ্যাসিবাদ সরকারের অপমান, নির্যাতন ও অত্যাচার সহ্য করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো পৌর শহরকে উৎসবমুখর করে তোলে।
ভিওডি বাংলা/ এমএইচ






