• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩,৮০০ শিশুর জীবনরক্ষায় গিনেস রেকর্ডে পলক মুচ্ছাল

বিনোদন ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পি.এম.
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল। সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল এবার গিনেস বুকে নাম লিখেছেন, তবে কোনো গানের জন্য নয়— মানবিক কাজের স্বীকৃতি হিসেবে।

ইন্দোরে জন্ম নেওয়া এই শিল্পী তার ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এখন পর্যন্ত ৩,৮০০-এরও বেশি দরিদ্র শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ বহন করেছেন। এই অসামান্য কাজের জন্যই তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল।

পলকের মানবিক যাত্রা শুরু হয়েছিল ছোটবেলায়। এক ট্রেন যাত্রায় কিছু দরিদ্র শিশুর সঙ্গে দেখা পেয়ে তিনি চুপিচুপি প্রতিজ্ঞা করেছিলেন— “একদিন আমি ওদের সাহায্য করব।” পরে সেই প্রতিজ্ঞাই রূপ নেয় তার আজীবনের মিশনে।

তিনি জানান, “খুব ছোট করে শুরু করেছিলাম। আমার প্রথম উদ্যোগে মাত্র সাত বছরের এক শিশুর জীবন বেঁচে গিয়েছিল। কিন্তু আজ এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশনে পরিণত হয়েছে। আমার প্রতিটি কনসার্টের আয় এখন শিশুদের হার্ট সার্জারির জন্য ব্যয় হয়।”

পলক শুধু অসুস্থ শিশুদের জন্যই নয়, কারগিল শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং গুজরাট ভূমিকম্প দুর্গতদের জন্য ১০ লাখ রুপি দান করেছেন।

‘মেরি আশিকি, কৌন তুঝে, প্রেম রতন ধন পায়ো’-এর মতো জনপ্রিয় গান দিয়ে যেমন তার সংগীতজীবন উজ্জ্বল হয়েছে, তেমনি মানবিক কাজেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা।

সূত্র: ইন্ডিয়া টুডে

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী
রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন