১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কারণ নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘১৩ তারিখ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার গোয়েন্দা তথ্য রয়েছে কিনা—এমন প্রশ্নে কমিশনার বলেন, “একটি–দুটি মোটরসাইকেলে করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ডেমরায় বাসে আগুন দেওয়ার সময় একজনকে হাতেনাতে ধরা হয়েছে। আশা করছি, অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করা যাবে।”
তিনি আরও বলেন, “রাজধানীবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে থাকলে কোনো নাশকতা সফল হবে না। ঢাকাবাসী অতীতেও স্বৈরশাসকদের পতন ঘটিয়েছে, এবারও তারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।”
ডিএমপি ব্যর্থ হচ্ছে কিনা—এমন প্রশ্নে কমিশনার বলেন, “আমাদের সামর্থ্য আছে। ডিএমপি, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে। আমি আশ্বস্ত করছি—ভয়ের কিছু নেই।”
তিনি জানান, ১৩ নভেম্বরের জন্য রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ প্রবেশমুখগুলোতে পুলিশ, র্যাব, ডিবি ও বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন থাকবে।
অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা মহানগরীর অপরাধ এখন নিয়ন্ত্রণে। এপ্রিল-মে মাসে দিনের বেলায় চাপাতি দিয়ে ছিনতাইয়ের যেসব ঘটনা ঘটত, এখন তা নেই। মোহাম্মদপুরসহ অন্যান্য এলাকার পরিস্থিতিও অনেক উন্নত।”
এ সময় কমিশনার আরও জানান, “গত এক বছরে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে আমরা লাঠিপেটা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। শিক্ষকদের আন্দোলনেও কেবল পানি ছিটানো ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।”
ভিওডি বাংলা/ আরিফ






