শিবচরে আওয়ামী লীগের চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুরে শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল বাজার এলাকা থেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,আগামী বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাজধানী ঢাকা শহরে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।বাজার,হাট,বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।টহল চলাকালীন সময়ে একাধিক মামলার আসামি মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মুরাদ হাওলাদারের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলার তদন্ত চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভিওডি বাংলা/ এমএইচ






