• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে। এসব কথার কোনও ভিত্তি নেই, বিশ্বাসেরও কোনও কারণ নেই। কোনও বিবেকবান মানুষ এসব সংবাদ বিশ্বাস করবে না।’

শেখ হাসিনার মামলায় রায়ের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে ঢাকা পদক্ষেপ নেবে।’

চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘চীন থেকে অস্ত্র কেনা বিষয়ে আমরা কারও দিকে ঝুঁকিনি। আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি। সবাই সঙ্গেই ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ।’

এদিকে সোমবার নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ছড়িয়ে ছিল মানব শরীরের অংশ-অঙ্গ।

দিল্লির পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির মূল মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ল সাড়ে ৩ মাস
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ল সাড়ে ৩ মাস
চালকের আসনে এখন অন্তর্বর্তী সরকার
চালকের আসনে এখন অন্তর্বর্তী সরকার
“দেশি-বিদেশি কোনো শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না”: প্রেস সচিব
“দেশি-বিদেশি কোনো শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না”: প্রেস সচিব