আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে ডিএমপি কমিশনারকে চিঠি

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে আদালতসংলগ্ন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে গুলি করে হত্যা করা হয়। তিনি একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। শুনানি শেষে ফেরার পথে দুই বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে ৩৭টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকার্য পরিচালিত হয়। এসব আদালতে হত্যা, অপহরণ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন আইন এবং রাজনৈতিক মামলাসহ নানা গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন।
বলা হয়েছে, বিচারকরা প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এবং খাস কামরায় বসে রায় লেখেন, ফলে তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আদালত ভবনের চারপাশে ভ্রাম্যমাণ দোকান ও যানবাহনের বিশৃঙ্খল চলাচল পুরো এলাকাটিকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।
চিঠিতে আরও বলা হয়, “১০ নভেম্বর আদালত পাড়ায় জনৈক মামুনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে বোঝা যায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক।”
এতে বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ




