• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংগৃহীত ছবি

ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স নিয়ে সারাদেশের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। দুই দিনব্যাপী এ আয়োজনে (৯ ও ১০ নভেম্বর) দেশের ৬৪ জেলা ও আটটি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

তবে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠানে আমন্ত্রণ থাকা সত্ত্বেও অনেক সাংবাদিক ভেন্যুতে প্রবেশ করতে না পারায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বুধবার (১২ নভেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু বাইরে এসে দেখলাম, আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি। এই আমন্ত্রণ রক্ষায় আমরা ব্যর্থ হয়েছি। এজন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন, ‘কোন বিভাগের কারণে এই ব্যর্থতা ঘটেছে, তা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিসিবি সভাপতি আবারও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। আমরা ভুল করেছি, ভবিষ্যতে চেষ্টা করবো যেন এ ধরনের ভুল আর না হয়। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবো।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্প ন্যুতে মেসির গোপন সফর
ক্যাম্প ন্যুতে মেসির গোপন সফর
কয়েক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী
কয়েক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত