আন্ডারওয়ার্ল্ড দ্বন্দ্বে খুন হয় সোহেল হত্যার আসামি মামুন

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি তারিক সাইফ মামুন আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, গ্রুপ আধিপত্য ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে।
ডিবি প্রধান জানান, ‘ইমন-মামুন’ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী রনি এই হত্যার নির্দেশদাতা। হত্যাকাণ্ডে ভাড়াটে শুটার নিয়োগে রনি খরচ করেন ২ লাখ টাকা। ওই শুটার একসময় মামুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় ঘটনার আগের রাতে, মিরপুরে রনির বাসায়।
তিনি আরও জানান, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ ও রবিন। এ ছাড়া শামীম, ইউসুফ, রুবেলসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। এখন পর্যন্ত ৯ জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
ডিবি প্রধান বলেন, “এটি স্পষ্টভাবে আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। দলীয় আধিপত্য প্রতিষ্ঠা ও পুরনো শত্রুতার জেরেই মামুনকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুনরায় অপরাধে জড়াচ্ছে। তাদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/জা