• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘তোকে ছাড়া একদিনও থাকতে পারব না’ — মিমির পোস্ট

বিনোদন ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
টলিপাড়ার জনপ্রিয় মিমি চক্রবর্তী। সংগৃহীত ছবি

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী মিমি চক্রবর্তী এই মুহূর্তে পুরোপুরি মনোযোগ দিয়েছেন তার অভিনয় ক্যারিয়ারে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ব্যক্তিগত জীবন নয়, কাজই এখন মিমির অগ্রাধিকার। বারবারই তিনি জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে কোনো চিন্তা করছেন না।

তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন যেমন এগিয়ে চলছে, তেমনি একজন আছেন যাকে ছাড়া নাকি তিনি এক মুহূর্তও থাকতে পারেন না—তিনি তার সহকারী বুল্টি।
অভিনেত্রী নিজেই জানিয়েছেন, বুল্টি এখন তার জীবনের এক অপরিহার্য অংশ।

বুল্টি শুধু সহকারীই নন, যেন মিমির ছায়াসঙ্গী। মিমি ব্যস্ত থাকলে তার প্রিয় পোষ্যদের যত্ন নেওয়া, প্রিয় রান্নার আয়োজন, এমনকি তার কঠোর ডায়েট রুটিনও দেখাশোনা করেন বুল্টি।

মিমির পোস্ট ।
সব মিলিয়ে মিমির দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি।

গত মঙ্গলবার ছিল সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। বিশেষ দিনটিতে তাকে নিয়ে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দেন মিমি। বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন—

“ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয় তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু—আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।”

টলিপাড়ার জনপ্রিয় মিমি চক্রবর্তী।

মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেন মিমি। সেই আনন্দঘন মুহূর্তের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
বুল্টিও নিজের প্রোফাইলে সেই বিশেষ রাতের কিছু ঝলক শেয়ার করেছেন।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা : আরিফিন শুভ
আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা : আরিফিন শুভ
রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী
রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি