মধুপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর পৌর শহরের বোয়ালী ও কাকরাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকরাইদ বিসমিল্লাহ হোটেলে ৮ হাজার, বন্ধু ফুড প্রোডাক্টস কারখানায় ১৫ হাজার ও মধুপুর পৌর শহরের বোয়ালীতে আজিজুল মিয়ার বাড়িতে সন্দেশ তৈরির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করে।
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল খাদ্যপণ্য তৈরি, মজুত ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অধিদপ্তর এ জরিমানা করে।
এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধুপুর উপজেলার কমিটির সভাপতি এস.এম. শহীদ, সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর'সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল বা প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ







