সারিয়াকান্দিতে ধানের শীষের প্রচারণায় র্যালি ও পথসভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুফলের নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচারণা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হান্নান এর নেতৃত্বে ওয়াপদা রোড থেকে একটি র্যালি শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত মোড়ে গিয়ে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাহেদ, ফজলুল করিম রাবু, পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাংগঠনিক হেলাল উদ্দিন, শ্রমিকদল নেতা আব্দুল জলিল মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস কাইয়ুম এবং পৌর ছাত্রদল নেতা আশিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







