রাজবাড়ীতে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত অরিয়েট জুট মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগলে মুহূর্তেই তা মিলের আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দিলে তিনটি ইউনিটের সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। রাত ৮টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।প্রাথমিকভাবে মিল কর্তৃপক্ষের ধারণা, প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকার পাট ও সরঞ্জামাদি পুড়ে গেছে।
অরিয়েট জুট মিলস লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক হরে কৃষ্ণ বৈরাগী বলেন, “সন্ধ্যার দিকে আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ মিলের পেছনের একটি গোডাউন থেকে আগুনের শিখা দেখা যায়। তখন সেখানে কোনো শ্রমিক ছিল না। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”
খবর পেয়ে রাতেই ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহম্মেদ। তিনি বলেন, “মিলের দুটি বড় গোডাউনে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মণ পাট মজুদ ছিল। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৪ কোটি টাকা হতে পারে।”
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, “আগুনের খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রাজবাড়ীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”
ভিওডি বাংলা/ এমএইচ







