বোরকা ছাড়া হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ

তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের জন্য নতুন করে আরোপিত কঠোর পোশাকবিধির ফলে বোরকা ছাড়া হাসপাতালে পর্যন্ত প্রবেশ করতে পারছেন না নারীরা। এমনকি নারী সেবিকা ও স্বাস্থ্যকর্মীদেরও বোরকা ছাড়া হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আফগান সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
এমএসএফ বলেছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ৫ নভেম্বর থেকে এই বিধি কার্যকর করা হয়েছে। সংস্থাটির আফগান প্রকল্প ব্যবস্থাপক সারা চাতো বিবিসিকে জানান, এই সিদ্ধান্ত আফগান নারীদের জীবন আরও ঝুঁকির মুখে ফেলেছে এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার সীমিত করছে।
তিনি আরও বলেন, “জরুরি চিকিৎসার প্রয়োজন থাকলেও অনেক নারী কেবল বোরকা না পরার কারণে হাসপাতালে প্রবেশ করতে পারছেন না, যা মানবিক সংকটকে আরও গভীর করছে।”
ভিওডি বাংলা/জা







