অন্যায়ভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের পাশে পাপ্পা

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত বাঁশখালীর মজলুম ব্যাংকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে নুর জাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র ১নং যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
প্রধান অতিথির বক্তব্যে পাপ্পা বলেন, ভবিষ্যতে আমাদের দল সরকার গঠন করলে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলবে। আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে সংসদে গেলে সর্বপ্রথম আপনাদের চাকরির বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ।
এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়াসম্পাদক এডভোকেট শওকত ওসমান, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ হেফাজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে এমদাদুল হক, হুমায়ুন রশিদ, ওসমান গণি মুজাহিদ, বেলাল-সহ অনেকে বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/ এমএইচ







