জামায়াত নেতার বেফাঁস মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমানের আটটি দলের ডাকা সমাবেশে জামায়াতের এক নেতা বলেছেন, “আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লেগেছে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য আসলে জামায়াতের রাজনৈতিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’-কে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করার চেষ্টা। জামায়াত এতদিন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও এবার আল্লাহর নামের মাধ্যমে রাজনীতি করছে, যা নির্বাচনপূর্ব সময়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে।
মাওলানা তারেক জামেল মন্তব্য করেছেন, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সংবিধানবিরোধী এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। তিনি বলেন, “জামায়াত আল্লাহর নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে।”
রাজনৈতিক পর্যবেক্ষক রুহল আমিন বলেন, “জামায়াত এই ধরনের বক্তব্যের মাধ্যমে ধর্মকে পুঁজি করে রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।”
ভিওডি বাংলা/জা



