• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

স্পোর্টস ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। সাবেক জাতীয় ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর মুখ খুলেছেন আরেক সাবেক নারী ক্রিকেটার রেশমা আক্তার আদুরি। 

প্রয়াত নায়ক সালমান শাহর শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এই নারী ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমা বলেন, জাহানারা মুখ খোলার পর মনে হলো, আমারও বলা উচিত। জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন। অথচ সেই পর্যায়ে গিয়েও অনেককে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ভয়েই অনেকে চুপ থাকে।

তিনি বলেন, জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটারই জীবনের কোনো না কোনো সময় কুপ্রস্তাব পেয়েছেন। মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ ৮০ ভাগ পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। 

অভিযোগের তালিকায় আছেন বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরী ও খেলাঘরের রুহুল আমিন। রেশমার দাবি, উনাদের কুপ্রস্তাবের শিকার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অনেক ছোট ছোট মেয়ে। উনাদের নোংরামি নিয়ে অনেক অভিযোেগ আমার কাছে আসে। উনারা যে কত মেয়ের নিপীড়ক, বোর্ডের হর্তাকর্তারা একটু খবর নিলেই সেটা জানতে পারবেন।

আগে কেনো এ বিষয়ে কেউ মুখ খোলেনি প্রশ্নের জবাবে রেশমা বলেন, নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

রেশমা বলেন, “নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করার হুমকি দেওয়া হয়।” উদাহরণ হিসেবে তিনি কক্সবাজার ক্যাম্পে খাবারের মান নিয়ে প্রশ্ন করার কারণে ক্রিকেটার লতা মন্ডলকে ২০ দিনের জন্য সাসপেন্ড করার ঘটনা তুলে ধরেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্প ন্যুতে মেসির গোপন সফর
ক্যাম্প ন্যুতে মেসির গোপন সফর
কয়েক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী
কয়েক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত
‘নিজের চেয়ে দল বড়’ : অধিনায়কত্বে ফিরে শান্ত