• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবন। ছবি-সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরের পর পাঁচলাইশ থানা পুলিশ নগরের চশমা হিলের ওই ভবনে তল্লাশি চালায়। নওফেলের বাড়িতে ছাত্রলীগের একটি গ্রুপ জড়ো হয়েছে এমন তথ্যে অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ তল্লাশি চালিয়ে ছাত্রলীগের কাউকে না পেলেও সাত যুবককে আটক করেছে।

তাদের যাচাই-বাছাই করে লীগ সম্পৃক্ততা কিংবা সন্দেহভাজন কিছু না পেলে ছেড়ে দেওয়া হবে বলে জানান পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পতনের ঠিক দুই দিন আগে ৩ আগস্ট সন্ধ্যায় ওই বাড়িতে অগ্নিসংযোগ হয়। তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, এরশাদ উল্লাহর বাড়িতে আগুন দেয় নওফেলের অনুসারীরা। মূলত বাড়িটি ফাঁকা থাকার কথা।

সরেজমিন দেখা গেছে, ওই বাড়ির একটি কিচেনে রান্না হচ্ছিল। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বেফাঁস মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ
জামায়াত নেতার বেফাঁস মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ
যেসব আসনে প্রার্থী পরিবর্তন করবে বিএনপি
যেসব আসনে প্রার্থী পরিবর্তন করবে বিএনপি
জাপা ও ১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ
জাপা ও ১৪ দলকে সংলাপে চায় না গণঅধিকার পরিষদ