শাকিল খানের মেয়ের প্রিয় নায়ক: বাবা

চিত্রনায়ক শাকিল খানের কন্যা সামিকা শাকিল তার বাবাকেই নিজের প্রিয় নায়ক হিসেবে বেছে নিয়েছেন। সামিকা ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান।
অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে সামিকাও।
সাংবাদিকরা তাকে পেয়ে কৌতূহলী হয়ে উঠলে সে কথা বলে গণমাধ্যমে। সামিকা বাংলা চলচ্চিত্র দেখে কি না জানতে চাইলে বলে, ‘মাঝেমাঝে দেখি।’ এরপর তার প্রিয় নায়ক কে তা জানতে চাওয়া হলে জানায়, তার একমাত্র প্রিয় নায়ক তার বাবা।
শাকিল খান মেয়েকে নিয়ে বলেন, ‘যদিও সামিকা খুব বেশি সিনেমা দেখে না, কিন্তু তার মোবাইলে আমার কিছু সিনেমার গানের ভিডিও আছে। অবসর সময়ে সে দেখে। আমাকে নিয়েও সে সিনেমার নানা বিষয় নিয়ে প্রশ্ন করে।’
শাকিল খান ও তার স্ত্রী শারমিনের দুই সন্তান-ছেলে সাদমান শাকিল ও ছোট মেয়ে সামিকা শাকিল।
ভিওডি বাংলা/জা







