আ’ লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে তাঁতীদলের বিক্ষোভ

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও গুপ্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁতীদল।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি মহিপাল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ফেনী জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন রাজু, সদর উপজেলা তাতীদলের যুগ্ন আহবায়ক মইনুল শাহি, সদর উপজেলা যুগ্ন আহবায়ক মিজান, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোকসুদুর রহমান স্বপন, সোনাগাজী উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল নোমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ,জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন রাজু।
এসময় সারোয়ার জাহান শ্রাবণ বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে রয়েছেন।
তার সন্ত্রাসী কর্মীরা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে গুপ্ত হত্যাকাণ্ড চালাচ্ছে।
আমরা তাঁতীদলের পক্ষ থেকে আগামীকাল মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে তাদের নৈরাজ্য প্রতিহত করব।
দুই নম্বর পাঁচগাছিয়া ইউনিয়ন তাতীদলের আহ্বায়ক দিদার হোসেন ভূঁইয়া, ফেনী সদর থানা তাতীদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, দাগনভুঁইয়া উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক মাইফুল রানা, ফুলগাজী উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক কামাল ও মো. সেলিমসহ জেলা, উপজেলা ও পৌর তাতীদলের অসংখ্য নেতাকর্মী।
ভিওডি বাংলা/ এমএইচ







