• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা মোহনগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম (পিপিএম)।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি  করার সময় ২জনকে গাঁজাসহ আটক করা হয়।

আটকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার অন্তু সাঁওতাল (২৫) ও মোঃ আব্দুল করিম (১৮)। আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মঙ্গলবার বিকালে পৌরশহরের স্টেশনরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছিলেন উপ-পরিদর্শক (এসআই) মোঃরবিউল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ। 

এ সময় যাত্রীবেশে থাকা ওই ২যুবকের ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা