• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবিতে 'পাবনা জেলা কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীন বিদায়

ইবি প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'পাবনা জেলা কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং ও 'ক্যাম্পাস টু পাবনা' বাসের সিডিউল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় নবীনবরণকে কেন্দ্র করে নিজ জেলার মানুষের নিয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠে নবীনরা।

সংগঠনটির সভাপতি সৈয়দ ওয়ালী উল্লাহ্'র সভাপতিত্বে এবং নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মাওলা এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। 

এছাড়াও ইবিতে কর্মরত পাবনা জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটি সাধারণ-সম্পাদক শাকিল আহমেদ বলেন, 'ইবি'র বুকে পাবনার জেলার অনেকে আছে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তাদের সাথে আমাদের পরিচয় নেই। জেলা কল্যাণ এই দূরত্বকে কমিয়ে সম্প্রীতির বাধনে বেধে একে অপরের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। আশা করি নবীনদের মাধ্যমে পাবনা জেলা কল্যাণ সমিতি বহুদূর এগিয়ে যাবে।'

সংগঠনটি সভাপতি সৈয়দ ওয়ালী উল্লাহ্ বলেন, 'শিকড়ের টানে প্রানের আঙ্গিনায় মিলিত হয় মোরা পাবনাইয়া—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এ পথ চলা। আশা করি পাবনা জেলা কল্যাণ সমিতি ইবি'র বুকে পাবনার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে পাবনাইয়া বন্ধনকে সুসংগঠিত করবে।'

সংগঠনের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশ্য বলেন, 'তোমরা যদি এখনই দায়িত্ব নিতে না শেখো, তাহলে তোমার পরে যারা আসবে তাদের দায়িত্বকে নিবে? তাই এখন থেকেই সব কাজ গুছিয়ে করতে হবে।'

তিনি আরও বলেন, 'আগে কমিটি নিয়ে ঝামেলা হলেও আশা করি এখন থেকে আর এমনটি হবে না। এখন থেকে প্রতি বছরের জানুয়ারি মাসে বা নির্দিষ্ট একটি সময়ে কমিটি চেঞ্জ হবে এবং নতুনরা দায়িত্ব পাবে।'

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
ইবিতে মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট জাতিসংঘ প্রতিবেদন উপস্থাপন বিষয়ে সেমিনার
ইবিতে মানবাধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট জাতিসংঘ প্রতিবেদন উপস্থাপন বিষয়ে সেমিনার
গাঁজা বিক্রি নিষেধ করায় খুন হন সাম্য
গাঁজা বিক্রি নিষেধ করায় খুন হন সাম্য