• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের নিজ বাস ভবনে আবু জাফর হোসাইন মোহাম্মদ চৌধুরী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন।

বুধবার ( ১২ নভেম্বর) দুপুরে শিবচরে নিজ বাস ভবন থেকে শুরু করে শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট মটর সাইকেল শোডাউন এবং মতবিনিময় করেছেন।

এসময়ে তিনি শিবচরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের বলেন, আমি আবু জাফর চৌধুরী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলাম, মাদারীপুর জেলার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি এবং শিবচর উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার বড় ভাই আবুল খায়ের চৌধুরী জাতীয় পার্টি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল। আমিও দলের কাছে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি ধানের শীষকে বিজয় করার জন্য যথেষ্ট চেষ্টা করবো। যদি আমি মাদারীপুর-১(শিবচর) আসনের এমপি হয়ে জাতীয় সংসদ যেতে পারি তাহলে শিবচরের মাদক এবং কৃষক ও শিক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট কাজ করবো। 

তারপর  তিনি প্রায় ১০০ মোটরসাইকেল নিয়ে মহড়া দেন শিবচরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ফিরে শুভেচ্ছা বিনিময় করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
রাজবাড়ীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাজবাড়ীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সাথে মতবিনিময়