• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রার্থী পরিবর্তনের দাবিতে মধুপুরে বিক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী কে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে মধুপুরের বিএনপি'র একাংশ মনোনয়ন ঘোষণার পর থেকে মিছিল, মিটিং ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।
 
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদ আলীর সমর্থকরা এর ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ময়মনসিংহ রোডে অবস্থিত  মোহাম্মদ আলীর কার্যালয়ের সম্মুখ থেকে বের হয় মধুপুর পৌর শহর প্রদক্ষিণ করে ফিরে এসে সংক্ষিপ্ত  সমাবেশ করে। 

সমাবেশে মোহাম্মদ আলী সমর্থকদের সমন্বয়ক সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান। 

তারা দাবি করেন,গত ১৭ বছরে মোহাম্মদ আলী অন্তত ১৭টি মামলার আসামি হয়েছেন। তিনবার জেলে গিয়েছেন। দলের জন্য তিনি নিবেদিত এবং এলাকার সন্তান হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে।  তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি বিগত দিনে মাঠে ছিলেন না। তাকে মনোনয়ন দিয়ে এ আসনকে মূলত হারানোর আয়োজন করা হয়েছে। 

তারা দাবি করেন, আসনটি পেতে হলে এই মনোনয়ন বাতিল করে পুনরায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।

উল্লেখ্য, এই আসনে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অপর নির্বাহী  সদস্য গত ২০০১ সাল থেকে একাধিকবার এই আসনে ধানের শীষে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী ফকির মাহবুব আনাম স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা