• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থীর কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৮:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থরা।

২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শাপলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগম।

এসময় বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দিবো এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাবো। তাই মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাই।

তারা আরও বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ প্রতীকে জয় লাভ করবেন তিনি।

এ বিষয়ে বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল হয়েছে তা জেনেছি। বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিত আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে জয়লাভ করব ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
যশোদলে ফিশারী দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা