• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জোটের জন্য এনসিপির দুয়ার খোলা: আখতার

রংপুর প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৯:২২ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি-সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তবে জাতীয় স্বার্থে জোটবদ্ধভাবে লড়ার দুয়ারও খোলা রেখেছে দলটি।

তিনি বলেছেন, জুলাই সনদের আদেশ সঠিকভাবে জারি না হলে নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। আমরা নির্বাচনের আগে গণভোটের পক্ষে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ১৫ নভেম্বরের পর এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আখতার হোসেন বলেন, ‘আমরা নিজস্ব সক্ষমতায় প্রস্তুত। তবে দেশকে নতুন পথে নিতে জোটের বিষয়ে উন্মুক্ত। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

প্রার্থী বাছাইয়ে জনকেন্দ্রিকতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, ‘মনোনয়ন ফরম বিতরণ চলছে। যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ১৫ নভেম্বর তালিকা প্রকাশ হবে।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যথাযথ আদেশ জারি করলে সংকট সমাধান হবে। গণভোট নির্বাচনের দিনে হোক বা আগে সনদ বাস্তবায়িত না হলে কোনো লাভ নেই।’

উঠান বৈঠকে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন না হলে বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘গণহত্যাকারীরা আবার নাশকতা চালাচ্ছে। বাংলার মাটিতে তাদের ফিরতে দেওয়া হবে না।’

দুর্নীতি বন্ধে এনসিপির পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘পদ্মা সেতুর টাকায় ২০টি সেতু হতো। সরকারি বরাদ্দ সাইনবোর্ডে প্রকাশ করব। গ্রামে জনসেবা কেন্দ্র স্থাপন করে চিকিৎসা নিশ্চিত করব। করের টাকা মর্যাদার সঙ্গে জনগণের কাছে পৌঁছাব।’

উল্লেখ্য, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে শাপলা-কলি প্রতীকে লড়বেন আখতার হোসেন। তিনি ইউনিয়ন-পাড়া-মহল্লায় মিছিল, সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রার্থী পরিবর্তনের দাবিতে মধুপুরে বিক্ষোভ
প্রার্থী পরিবর্তনের দাবিতে মধুপুরে বিক্ষোভ
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত